Reviews

মানবজনম by Sadat Hossain

meowreads_94's review

Go to review page

3.0

লেখকের পড়া আমার প্রথম বই। এর আগে কোন একটা গ্রুপে সম্ভবত বইমেলার সময় লেখকের অন্যান্য বই সম্বন্ধেও ভাল রিভিউ পড়েছিলাম। তা বইটির স্বাস্থ্য ভাল ( মোটাকে মোটা বলিও না ), প্রচ্ছদ সুন্দর, ভিতরে বানান ভুল নেই। চোখকে আরাম দেয়। কিন্তু একটা বইয়ের প্রধান উপাদান- গল্প , কাহিনী, চরিত্র সেগুলো মনকে কতটুকু নাড়া দিতে পেরেছে সেটাই আসল কথা।

গ্রামের যে বংশ পলিটিক্স নিয়ে প্রধান কাহিনী আবর্তিত হয়েছে তা উপভোগ্য। প্রথম থেকেই সরাসরি প্রধান জায়গাগুলো তুলে না ধরে খুব আস্তে আস্তে উপহারের মোড়ক খুলে তা উন্মোচনের মতো সেগুলো পুরো বই জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সামনে আনা হয়েছে যা পাঠককে নিঃসন্দেহে আটকে রাখে এবং একটা বিশাল পরিসরের কাহিনী, একটা স্বাস্থ্যবান বইয়ের জন্য এই জিনিসটা খুব জরুরী। তবে এক্ষেত্রে যেটা বেশি চোখে লাগে তা হলো গ্রাম্য গল্পে যেখানে আমরা জানি মানুষের পরস্পরের সাথে মিলমিশ, আন্তরিকতা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে গল্পে প্রধান চরিত্রগুলোর পাশাপাশি আর অনেক চরিত্র আসা উচিত ছিল। প্রয়োজনীয় না যে সেসমস্ত চরিত্রগুলো পুরো গল্প জুড়ে থাকুক কিন্তু গল্পের পরিবেশ অনুযায়ী, বাস্তবসম্মত করবার জন্য এগুলো দরকার যা প্রথমদিকে খুবই অল্প দেখা দিলেও পরে আর দেখা যায়নি।

তাছাড়া আমাদের যে কমন সমস্যা, কিছু কিছু চরিত্র অঙ্কন, তাদের কথা আচরণ খুবই হুমায়ূন ঘেঁষা। যা থেকে লেখক বেড়িয়ে আসতে গিয়েও আবার ফিরে এসেছে। তবে গল্পের শেষদিকে এসে হয়তো তা সামঞ্জস্য হলেও কিছুটা চোখে তো লাগেই। আমোদী চরিত্রটি এর সবচেয়ে বড় উদাহরণ।

তবে হ্যাঁ। রহস্য গল্প না হয়েও একটা পাজেলের মতো কাহিনী বিন্যাস করেছেন লেখক খুব সুন্দর করে যা শেষে গিয়ে এমনভাবে খাপে খাপে লেগেছে যে পূর্ণতা পেয়েছে পুরো বইটা। লেখকের অন্যান্য বইগুলো পড়বার ইচ্ছা থাকলো।

msayadurr's review

Go to review page

4.0

~রিভিউ অফ ৫২৮ পেজেস লং স্টোরি আন্ডার ১০০ ওয়ার্ডস~

তৈয়ব উদ্দিন খাঁ এখনো বেঁচে আছে। ফখরুল আলম ও কোহিনূরের ছেলে নয়ন। রেণু আর আসলাম সাহেবের মেয়ে হিমাদ্রি। নয়ন, তার পিতা আব্দুল ফকির কে খুন করতে চায়। আব্দুল ফকিরের মেয়ে পারুল। আব্দুল ফকির খুন হয়েছে তার মেয়ে পারুলের হাতে। পারুলের যাবজ্জীবন জেল হয়েছে। পারুলের মেয়ের নাম অপেক্ষা। নয়ন এবং হেমার বিয়ে বাফারিং হচ্ছে।

*পারুলের মেয়ে কিভাবে আসলো এইটা জানার জন্য বইটি পড়েই দেখুন। অনেক অনেক সত্য প্রকাশ আছে বইটিতে।
More...