A review by sabbirbt1212
Bad Samaritans: The Myth of Free Trade and the Secret History of Capitalism by Ha-Joon Chang

4.0

গ্লোবালাইজেশন,ফ্রি ট্রেড,ওয়ারল্ড ব্যাংক,আই এম এফ,নিও লিবারেল ইকোনোমিক্স এর বেসিক আইডিয়া থাকলেও নলেজ একেবারেই ছিলনা।
কোরিয়ান ইকোনোমিস্ট হা জুন চ্যাং এর এই বই এজন্য-ই পড়া।

শুরুতেই কোরিয়র ইকোনোমিক ডেভেলপমেন্টাল ইভুলুশন, যার শুরু ১৯৬১ সালে(যখনপার ক্যাপিটা ইনকাম ছিল ৮২ ডলার),স্যামসানং, ১৯৭০ সাল পর্যন্ত যার প্রধান এক্সপোরট ছিল চিনি আর টেক্সটাইল,সেই কোরিয়ার ১৯৯৭ সালের এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগে পর্যন্ত কোরিয়ার বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে উঠার, এর বর্ণনা।

তারপর চ্যাপ্টার বাই চ্যাপ্টার সহজ বোধগম্য ভাষায় (যদিও ক্ষেত্রবিশেষে রিডান্ডেন্ট বরন্না)অন্নুনত দেশগুলোর ইকোনোমকি ডেভলপমেন্টের ক্ষেত্রে লিবারেল ইকোনোমিক্স কিভাবে বাধার সৃষ্টি করছে এবং এর থেকে পরিত্রাণের উপায় তার বিশ্লেষণ।

মোটা দাগে এখন আমি যা জানি

১।ফ্রি ট্রেড এবং মার্কেট ফোরসের কথা বলা সবক্যাপিটালিস্ট বড় ভাইয়েরা(ব্রিটেন,ইউ এস আ)শুরর দিকে ফ্রি ট্রেড আর মার্কেট কন্ট্রোলের মাধ্যমেই নিজেদের ডেভলপমেণ্ট ঘটাইসে।
২।নিজেরা সক্ষম না হয়ে ফ্রি ট্রেডে অংশ নেয়া মানে নিজের ইন্ডাস্ট্রী ধ্বংস করা।
৩।সক্ষমতা অর্জনে বছরের পর বছর লস করা শুধু ভাল-ই না,কোন কোন ক্ষেত্রে কাম্য।নোকিয়া ইলেক্ট্রকনিক্সে ডিভিশিনে টানা ১৭ বছর তাই করসিল।
৪।বড় বড় অনেক ফারম মাত্রি প্রাইভেট এটা এক্কেবারে ভুল ধারণা,বড় বড় অনেক ফারম আছে যা রাস্ট্র নিয়ন্ত্রিত।
৫।ইন্টেলেকচুয়াল প্রোপাইটি রাইটের কড়াকড়ির কারণে ইকোনোমিক ডেভলপমেন্টে অন্নুনত রাস্ট্রগুলা পিছিয়ে যাচ্ছে।
৬।বিপরযয়ের সময় রাস্ট্রের উচিত খরচ বেশি করা এবং ভাইস ভারসা।কেইনেস এটাই কিন্ত বলসিল।
৭।ফ্রি মার্কেট আর গ্ণতন্ত্র ক্ষেত্রবিশেষে মিউচুয়ালি এক্সক্লুসিভ।
৮।রেসিয়াল ট্রেইটের সাথে ইকোনোমিক ডেভলপমেন্টের কোন রিলেশন নেই।মানে বাংলাদেশ গরীব তার মানে এই না যে বাংলাদেশীরা অলস,বাংলাদেশীরা অলস কারণ বাংলাদেশ গরীব।তবে ইকোনোমিক ডেভলপমেন্ট হলে রেসিয়াল ট্রেইটের চেইঞ্জ হয়।মাত্র বিশ বছর আগে কোরিয়াতে বাংগালী টাইমের মত কোরিয়ান টাইম চিল।
৯।ওয়ারল্ডের সবচেয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজড রাস্ট্র সুইজারল্যান্ড
১০।আমলাদের ব্যাকগ্রাউণ্ড ইঞ্জিনিয়ার বা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড হওয়া বেশি ভাল
১০।লিবারেল ইকোনোমিক্স আসলে স্ট্যাটাস কো মেইন্টেন করার কথা বলে,তাই প্রকৃত উন্ন্যব চাইলে লিবারেল ইকোনোমিক্স না মানাটাই উত্তম।

অতি উত্তম বই আমার মত ইগ্নোরেন্টদের জন্য,তবে ইকোনোমিক ডেভলপমেন্ট এর পছনে আরো কিছু কথা বললে পুরা ৫ স্টার রেটিং দিতাম