A review by oushneek
চৌরঙ্গী by Sankar

5.0

বইটা নিয়ে কিছু বলার ভাষা পাচ্ছিনা। বইটা পড়ার সময় অনেকবার মনে হয়েছে এতদিন কেন পড়ি নাই, আবার অনেকবার মনেও হয়েছে কি দরকার আমার এরকম একটা বই পড়ার যার কারণে নিজের মধ্যে একসাথে এত অনুভূতি কাজ করবে? এই অনুভূতিগুলা থেকে পালিয়ে থাকতে পারলেই মনে হয় শান্তি। কিন্তু একবারও হাত থেকে রাখতে পারি নাই।
প্রায়ই মনে হয় জীবনের বিভিন্ন পর্যায়ে কত রকমের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। আবার আরেকটা ধাপে গিয়ে তাদেরকে বাদ দিয়ে নতুন করে সব শুরু করতে হয়। নিজেকে নিয়েই যদি ভাবি, আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুবই স্বাভাবিক জীবন কাটানো মেয়ে। প্রাইমারি, হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হলের জীবন বিভিন্ন জায়গায় চাকরি বা বেকারত্বের সময় কত মানুষের সাথে ঘনিষ্ঠতা হয়েছে। সময়ের সাথে তাদের সাথে প্রয়োজন ফুরিয়েছে, যোগাযোগ কমতে কমতে বন্ধ হয়ে গিয়েছে। এই ইন্টারনেটের যুগে বসেও এককালের এমন অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে যাদের কথা জানি ই না কোথায় কীভাবে আছে বা আদৌ এখনো আছে কিনা। নতুন কারো সাথে বন্ধুত্ব হয়েছে। খুব স্বাভাবিক ঘটনা এগুলো। এই স্বাভাবিক বিষয়গুলো যে এক বেকার যুবকের হঠাৎ পাওয়া অনিশ্চিত চাকরির জীবনে কতটা তীব্রভাবে আসতে পারে জানলাম।
এই গল্পটা এক বেকার যুবকের হঠাৎ করে শাজাহান হোটেলে অনিশ্চিত একটা চাকরি পাওয়া আর তার পরের পুরোটা সময় তার জীবনে মিশে যাওয়া প্রত্যেকটা মানুষের। হোটেলের এক রাতের গেস্ট বা নিয়মিত বাসিন্দা, সহকর্মী কারো জীবন জানতে বাকি থাকে না শংকর এর। সবার সাথে সেভাবেই মিশে যায়। আবার সময় ফুরিয়ে গেলে তারা তার জীবন থেকে হারিয়েও যায়। সবার হারানোটা হয়তো মনে দাগ কাটে না। আবার এমন অনেকে আছেন যারা হারানোর আগে টের পাওয়া যায় না তারা আসলে কতটা আপন ছিল।