A review by musa
কালো সীমানা by Saadat Hasan Manto

5.0

আমার চোখ বেঁধে আমাকে নিয়ে দেশভাগের সময়টাতে শ্রেফ ছেড়ে দিয়েছেন মান্টো। 'দোযখনামা'-র মান্টোর মুখে যে দোযখের কথা শুনেছিলাম, পার্টিশনের ভারতবর্ষ নামের দোযখ, তা চোখে দেখা হলো। আর উপন্যাসের বদলে ছোটগল্পের মাধ্যমে দেখার একটা সুবিধা হলো, ওপর থেকে পুরো ঘটনাপ্রবাহে চোখ রাখার বদলে মাটিতে নেমে দিশাহীন ছুটে বেড়াতে হয়।
যারা মান্টো পড়েছেন, কালো সীমানা অবশ্যই পড়বেন।

ট্রিভিয়া ১ : 'কালো সীমানা' বা Black Borders-এর উর্দু নাম 'সিয়াহ হাসিয়ে'। সংবাদপত্রে শোক সংবাদ ছাপা হইয় কালো বর্ডার দিয়ে, তার নাম (term) সিয়াহ হাসিয়ে।
ট্রিভিয়া ২ : মান্টো এই গল্পগুলো লিখেছেন পেট চালাতে। প্রকাশকের কাছে হাত পেতেছিলেন, টাকা জুটেছিল গল্প পয়দা করে।

প্রথমা'র প্রকাশে জাভেদ হুসাইনের নোট, আর শেষে মান্টোর নোট, এই দুটাও গুরুত্বপূর্ণ পাঠ্য।