A review by lousyreader157
নিষাদ by Humayun Ahmed

3.0

যারা হুমায়ূন স্যারের লেখা পড়েন, তারা জানেনই তাঁর লেখা সম্পর্কে। খুবই সহজ, সাবলীল লেখনি। কিছু কিছু কথা হাস্যরসের জন্ম দেয়। মোটকথা, সুখপাঠ্য বই। রিডার্স ব্লক কাটাবার জন্য সেরা। শুরু থেকে শেষ পর্যন্ত বলা চলে তরতর করে এগিয়ে গেছি।

গল্পের প্রয়োজনে প্যারালাল ইউনিভার্স, অসীম ইত্যাদি নিয়ে থিওরি টানা হয়েছে, যা গল্পের স্বাদকে ভিন্নতা দিয়েছে। থিওরিগুলো খুবই ফ্যাসিনেটিং, ফলে বসে তা নিয়ে চিন্তা করতে গিয়ে স্বাভাবিকভাবেই চমক লাগে।

তবে সবচেয়ে কনফিউজিং জায়গাটা হচ্ছে গল্পের শেষটা। শেষের দিকে যুবক টুনুর ব্রেনে টিউমার ধরা পড়েছে বলা হয় এবং ধরে নেওয়া যায় যে হ্যালুসিনেশন থেকে এই অভিজ্ঞতাগুলোর জন্ম। তাহলে ডাক্তারের নিজের হাতে লেখা সেই নোট কোথা থেকে এলো? কোনভাবে লেখা নকল করেছে ধরে নিলেও বিয়ের ছবিটার ক্ষেত্রে কী যুক্তি দাঁড় করানো যায়? শেষে এসে কোন ক্লোজার পাইনি। দুম করেই যেন শেষ হয়ে গেলো কাহিনি। এটাই একমাত্র অতৃপ্তির জায়গা।

তবুও সবমিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে বলা চলে।