A review by amorasad
The Duel by Anton Chekhov

4.0

#readathonclassics - 01
ডুয়েলের ব্যাপারটা খুব রোমাঞ্চকর লাগতো। বনিবনা হলো না? বেশ, তোমার পিস্তল বের করো। মুখে মুখে আর কথা হবে না, হবে বারুদ ফাটার শব্দে। চেখভের ডুয়েল উপন্যাসিকার ডুয়েল কেবল রূপকই না, সত্যই আছে।
একদিকে লায়েভসকি—অভিজাতশ্রেণীর দুলাল। অন্যদিকে ভন করেন—প্রাণীবিদ, লজিশিয়ান। কোন এক বৃষ্টিস্নাত সকালে কাদাপানি মাড়িয়ে লড়াই হবে।

তবে কী—উপন্যাসিকার এ বন্ধুকের লড়াই প্লট ডিভাইস মাত্র। সত্যিকারের ডুয়েল আইডিওলজির। লায়েভসকি জুয়াখোর, মদপিপাসু, আমড়া কাঠের ঢেঁকি। মস্কো থেকে অন্যের সুন্দরী বউ নিয়ে ভেগে এসেছে কালো সমুদ্রের তীরে। দু-বছর ফুরোতে না ফুরোতেই মোহ কেটে গেলো। এখন মুক্তি খোঁজে। যে কোন উপায়ে বাঁধন ছেঁড়ে ভাগতে চায়। কিন্তু যাকে নিয়ে ভেগে এসেছে, নাদিয়া, তাঁর কী গতি করা যায়? লায়েভস্কি ওয়াকিবহাল নাদিয়ার করে খাওয়ার মত কোন উপায় নেই। সে পুরোপুরি লায়েভস্কির উপর নির্ভরশীল।
বন্ধু ডাক্তার সাময়লেঙ্কোর পরামর্শ চায়। সাময়লেঙ্কোর বাড়ির পেইং গেস্ট ভন করেন আর ডিকন (ধর্মপ্রচারকারী পদবিশেষ)। ভন করেন বিজ্ঞানী। ডারউইনের অনুসারী। বাস্তববাদী। দর্শন, বিজ্ঞান, নীতি নৈতিকতা নিয়ে অগাধ বিদ্যে ধারণ করেন। তিনি লায়েভস্কি ও তাঁর মত মানুষদের ক্ষতিকর ভাইরাস মনে করেন, যারা বিন্দুমাত্র ভূমিকা না রেখে সব নষ্ট করে যায়।

তবে এ দুজনের ন্যারেটিভ উপন্যাসিকার একমাত্র সংঘর্ষের জায়গা নয়। সাময়লেঙ্কোর গুড সামারিটান ভাবনারীতি, ডিকনের চার্চীয় বিদ্যে—উভয় ভন করেনের অ্যাবসোলিউটিজম আর লায়েভস্কির ইগোটিজমের মধ্যিখানে ভাসমান বাঁধ বা অনিকেত প্রান্তর। যে কোন বাকবিতণ্ডায় মতামতের ভিন্নতাই দ্য ডুয়েলের প্রাণ। মনুষ্য প্রকৃতি আর পরস্পরের ভেতর সম্পর্কের মাত্রা নিয়ে সাজানো গল্পটা। লম্বা লম্বা মনোলগগুলো মনে রাখার মত।