A review by readingwhileipoop
কত অজানারে by Sankar

5.0

নন-ফিকশন যে ফিকশনের চাইতেও এমন চমকপ্রদ হতে পারে, এই প্রথম এত গভীরভাবে উপলব্ধি করলাম। মানুষের জীবন আসলে কল্পনার চাইতেও বহুগুণে চিত্তাকর্ষক, একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল বইটা।

বইটাতে মণি শংকর মুখার্জী'র কোলকাতা হাইকোর্টের শেষ সাহেব ব্যারিস্টারের বাবু অর্থাৎ অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করবার সময়কার কিছু ঘটনা উঠে এসেছে। বিচিত্র সব মানুষ, ততোধিক বিচিত্র তাঁদের জীবনের নানান ঘটনা- তাই তুলে ধরেছেন লেখক বইটার প্রতিটি পাতায়। তবে নিজের নামটা বাদে বাকিসব নাম বদলে দিয়েছেন।

শুরুতে কিছু terminology বুঝতে খানিক কষ্ট হলেও আস্তে আস্তে সহজতর এবং বোধগম্য হয়ে উঠতে থাকে। আর ছোকাদা, জগদীশদা', অর্জুন, হারুবাবু এঁদের সাথেও কখন যেন একটা সখ্যতা গড়ে উঠেছিল বইটা পড়তে পড়তে। লেখক প্রায় প্রায়-ই এক কাহিনীর ভেতরে অন্য কাহিনীতে ঢুকে গেছেন। কিন্ত এতটাই সাবলীলভাবে যে বুঝতে একদম অসুবিধা হয় না। বরং মনে হয়, আরে! এভাবেই তো আমরা এক চিন্তা থেকে অন্যয় চিন্তায় লাফিয়ে বেড়াই আর চিন্তার খেই হারিয়ে ফেলি।

বইটা ১৯৫৫ সালে প্রকাশিত। তাই স্বভাবতই আমাদের এখনকার চিন্তাধারার সাথে সেসময়ের অনেক কিছুই মিলবে না। অনেক জায়গাতেই মনে হবে কিছু গড়বড় হলেই শুধু নারীকুলের দোষ দিয়ে যাচ্ছে। তাই পড়বার সময় একটু সময়কালটা বিবেচনায় রেখে পড়লে পাঠকের-ই সুবিধা।

শেষটা বেশ আগে থেকেই খানিক আন্দাজ করতে পারলেও শেষ শব্দটা পড়বার সময় কেন যেন চোখের কোনাটা জলে ভিজে উঠেছিল অজান্তেই। শংকর এর কোন বই দিয়ে শুরু করবেন এমন চিন্তা থাকলে নিঃসন্দেহে এইটে দিয়ে শুরু করতে পারেন।