A review by musa
নিষাদ by Humayun Ahmed

4.0

ক'দিন মিসির আলী নিয়েই আছি। ভাললাগার জায়গাটা এখানেই, মনে হচ্ছে যেন কিছু রহস্যকে জানার মাঝেই আনন্দ আছে, তার সমাধান খোঁজায় নয়।
নিষাদের কন্সেপ্টের মিল খুঁজে পেলাম Andy Weir এর 'দ্য এগ' গল্পটার সাথে, যেটা পড়ার আগেও এই কনসেপ্টটা আমার জন্য ছিল আনকোরা নতুন, আর মাথায় চমক জাগানোর মতো। আসলেই কি আমাদের একাধিক বা অসংখ্য জীবন আছে? কাছের কেউ বা অপিরিত কেউ কি আদতে আমারই দ্বৈত জীবন?